| রাত ৮:২৭ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কথায় কথায় গুলি চালিয়ে নাগরিকদের হত্যা করা হচ্ছে: খালেদা

অনলাইন ডেস্ক | ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

অনৈতিক সরকারের গদিরক্ষায় পুলিশ কথায় কথায় গুলি চালিয়ে দেশের নিরীহ নাগরিকদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একইসঙ্গে বাঁশখালীর নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে ৫ জন নিহতের ঘটনার প্রতিবাদ জানান বিএনপি চেয়ারপারসন। প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি উদ্যোগে একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভরত জনসাধারণের উপর সোমবার পুলিশের হামলায় দুই সহোদর ও এক নারীসহ অন্তত: ৫ (পাঁচ) জন নিহত হয়েছে। এ ঘটনায় বহু মানুষ আহত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত, উদ্বিগ্ন, মর্মাহত ও ক্ষুব্ধ। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বলেন, কথায় কথায় প্রতিবাদী মানুষের উপর গুলি চালিয়ে হত্যা ও আহত করা এখন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।  বাঁশখালীতে দুটি বিরোধীয় পক্ষের মধ্যে শান্তিরক্ষাই যেখানে পুলিশের কর্তব্য ছিলো সেখানে পুলিশ এধরণের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। অনৈতিক সরকারের গদিরক্ষার কাজে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। আইনসম্মতভাবে ও জবাবদিহিতার মধ্যে থেকে কর্তব্য পালনের বদলে তারা অনেক ক্ষেত্রেই কথায় কথায় গুলি চালিয়ে নাগরিকদের হত্যা ও আহত করছে। বাঁশখালীর ঘটনা তার সর্বশেষ নজির। তিনি বলেন, হত্যা-নির্যাতন চালিয়ে গদিরক্ষা যেমন সম্ভব নয়, তেমনই জনগণের প্রতিবাদ-বিক্ষোভও অনির্দিষ্টকাল দমন করে রাখা যাবে না। বাঁশখালীর ঘটনায় আমি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করছি। আহতদের আশু আরোগ্য কামনা করছি এবং তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করার দাবি জানাচ্ছি।

সর্বশেষ আপডেটঃ ৯:১১ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৬