হারিয়ে যাওয়া যুবক ৩০ বছর ধরে খুজছে বাবা-মাকে
এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
হারিয়ে যাওয়া বাবা মাকে ওয়াজেদ আলী নামের এক যুবক ৩০ বছর যাবৎ খোজে বেড়াচ্ছেন বৃহত্তর ময়মনসিংহ সহ শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন উপজেলার গ্রামাঞ্চল । ওয়াজেদের বয়স এখন প্রায় ৪০ বছর। ৯ বছর বয়সে সে হারিয়ে যায়। যুবক ওয়াজেদের বর্ণনামতে জানা যায়, তার বাবার নাম আব্দুস সালাম, মাতার নাম জানা নেই। বড় ভাই গোলাম মোস্তফা খোকা, আরেক ভাই নজরুল ইসলাম। দুই বোন রিনা ও রাশিদা। ৩০ বছর আগে মায়ের সাথে সে ঢাকার মিরপুরে যায়। বাবা মা আলাদা থাকার কারণে সে মিরপুর থেকে বাবা আব্দুস সালামের সাথে গাজীপুর জেলার কাপাসিয়ায় সামাদ নামের একজনের বাড়ীতে রেখে আসে। সে অভিমান করে সেই বাড়ী থেকে বাবার খোঁজে বেড়িয়ে এসে অনেক খোঁজার পরেও তার বাবার সন্ধান সে পাইনি । সে আরও জানায়, তার বড় ভাই গোলাম মোস্তফা খোকার শ্বশুর বাড়ি জামালপুর জেলার নুরুন্দি রেল স্টেশনের আশপাশ কোন এক গ্রামে। বোন রিনা ও রাশিদার শ্বশুর বাড়ী ঝিনাইগাতী উপজেলার কোন এক গ্রামে। উক্ত বিবরণী পড়ে যুবক ওয়াজেদ আলী তার বাবা মা’র সন্ধান দিতে আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে অনুরোধ জানিয়েছেন। যোগাযোগের জন্যঃ ওয়াজেদ আলী, মোবাইল নংঃ ০১৭১১-৫৭০৬১৫, ই-মেইল tmahmodulmamun@gmail.com