দূর্নীতি থেকে রেল বাঁচানোর দাবীতে গফরগাঁওয়ে সমাবেশ
গফরগাঁও প্রতিনিধি ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
ভুল নীতি, দূর্নীতি, অপচয় বন্ধ করে যাত্রী সেবার মানা বাড়ানো ও রেল বাঁচানোর দাবীতে দেশব্যাপী রেলরক্ষা অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার স্থানীয় রেলস্টেশন চত্বরে সিপিবি গফরগাঁও শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি গফরগাঁও শাখার সভাপতি আজিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব খান লাবলু, ক্বাফী রতন, উপজেলা সিপিবির সাধারন সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন প্রমুখ। এ সময় উপসি’ত ছিলেন বাসদের কেন্দ্রিয় সদস্য বজলুর রশিদ ফিরোজ।