ময়মনসিংহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফাহিম মোঃ শাকিল, ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
ময়মনসিংহের বাইপাস মধ্যবাড়েরা এলাকায় নিজামনগরে রাস্তার পাশের জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
স’ানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১ টার দিকে নিজামনগরে রাস্তার পাশের জঙ্গলে আবিষ্কার হয় একটি মরদেহ। খবর পেয়ে এসআই আনিস ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ওই ব্যক্তির লাস কে এখানে ফেলে রাখা হয়েছে।