| বিকাল ৪:০৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,

নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে নির্ধারিত সময়ের আগে পরীক্ষার উত্তরপত্র নেয়া ও পরীক্ষার্থীদের সাথে কক্ষ পরিদর্শকের অশোভন আচরণের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে শতাধিক পরীক্ষার্থী। তারা মঙ্গলবার দুপুরে কেন্দ্র থেকে বের হয়ে মিছিল করে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে যায়। সেখান মিছিল সহকারে পুলিশ সুপারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং এ ব্যাপারে অভিযোগ করে।
একাধিক পরীক্ষার্থী জানান, নেত্রকোনা শহরের মদন- কেন্দুয়া বাসস্টেশন এলাকায় আবু আব্বাছ ডিগ্রি কলেজ কেন্দ্রে নেত্রকোনা সরকারি কলেজসহ তিনটি কলেজের ১১৭৯ জন শিক্ষার্থী এবার চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল সোমবার ছিল তাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তিন ঘণ্টা সময়ব্যাপী এই পরীক্ষায় নির্ধারিত সময় শেষ হওয়ার ১৫-২০ মিনিট মিনিট আগে কেন্দ্রে কর্তব্যরত শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে খাতা জমা নিয়ে নেন। কেন্দ্রের ১৪ ও ১৫ নম্বর কক্ষের পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগে খাতা জমা দিতে না চাইলে কর্তব্যরত শিক্ষকরা তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এতে পরীক্ষাথীরা ক্ষুদ্ধ হয়ে পরীক্ষার হল থেকে বাইরে এসে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মোক্তারপাড়া এলাকায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সমনে এসে অবস’ান নেয়। সেখানে তারা শিক্ষকদের এহেন আচরণের প্রতিবাদে নানা ধরনের শ্লোগান দেয়। পরীক্ষার্থীরা পূনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ ব্যাপারে প্রতিবাদ জানায়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহনের আশ্বাস দিলে তারা ফিরে যায়।
আবু আব্বাছ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত সময় শেষ হওয়ার পর খাতা জমা নেয়া হয়েছে। পরীক্ষার হলে ডিউটি করাকরি করায় কিছু সংখ্যক ছেলে বাহিরে এসে মিছিল করে। তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ জানান, নির্ধারিত সময়েই খাতা জমা নেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থীদের সঙ্গে ১৫ নম্বর কক্ষের কর্তব্যরত দুইজন শিক্ষক কিছুটা খারাপ আচরণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহন করা হচ্ছে।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত শুনেছি এবং এ ঘটনার তদন- পূর্বক প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দকে দায়িত্ব দিয়েছি। আগামী দিনের পরীক্ষা যাদে সুষ্ঠু সুন্দর পরিবেশে হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস’া নেয়া হবে।

সর্বশেষ আপডেটঃ ৭:২৭ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৬