| বিকাল ৩:১১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মদনে মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ

মদন (নেত্রকোণা) সুদর্শন আচার্য্যঃ ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার

নেত্রকোণার মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার উদ্যোগে মঙ্গলবার নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১২জন বিজয়ী শিৰার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এ পুরস্কার বিতরণ করেন। তিনটি গ্র্বপে বারটি বিষয়ের উপর প্রতিযোগিতায় ১ম স’ান অধিকারকারী প্রত্যেককে ১হাজার টাকার পুরস্কার সহ সনদপত্র বিতরণ করা হয়। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি মোতাহার আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন, সামছুল আলম ভূইয়া, সুদর্শন আচার্য্য সহ শিক্ষার্থী অভিভাবকগণ উপসি’ত ছিলেন। পুরস্কার প্রাপ্তরা হলো, নুসরাত জাহান ঐশী ভাষা ও সাহিত্য ৮ম শ্রেণি মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ইশাত জাহান দৈনন্দিন বিজ্ঞান ৮ম শ্রেণি ঐ, সামিয়া আক্তার শ্রাবণী গণিত ও কম্পিউটার ৮ম শ্রেণি ঐ, মার্জিয়া সুলতানা ভাষা ও সাহিত্য ১০ম শ্রেণি ঐ, সুমাইয়া হক খুকী বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ ৯ম শ্রেণি ঐ, তাহমিদ হাসান বাংলাদেশ স্টাডিজ ও মুুক্তিযোদ্ধ ৭ম শ্রেণি মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়, খালিদ সাউফুলৱাহ তালুকদার বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীব) ৯ম শ্রেণি জাহাঙ্গীরপুর টি.আমিন পাইলট উচ্চ বিদ্যালয়, সাকিল চৌধুরী গনিত ও কম্পিউটার ১০ম শ্রেণি পদমশ্রী এ.ইউ খান উচ্চ বিদ্যালয়, ডালিয়া আক্তার ভাষা ও সাহিত্য একাদশ শ্রেণি জোবাইদা রহমান মহিলা কলেজ, ফারজানা আক্তার পলি বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীব) একাদশ শ্রেণি ঐ, পিংকি আক্তার গণিত ও কম্পিউটার একাদশ শ্রেণি ঐ, আফসানা জাহান মুন্নি বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ একাদশ শ্রেণি জোবাইদা রহমান মহিলা কলেজ।

সর্বশেষ আপডেটঃ ৭:২৩ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৬