| রাত ৪:৫০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় যুবককে পিটিয়ে হত্যার চেস্টা

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,

সদর উপজেলার হোসেনপুরে মঙ্গলবার সন্ধ্যায় স্মরন মিয়া(৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় কয়েক যুবক। হামলাকারীরা তার কাছে থাকা ৪০হাজার টাকা নিয়ে যায়। সে জেলার কলমাকান্দা উপজেলার মনতলা গ্রামের সাহেব আলীর ছেলে।
স্মরন মিয়া জানান, অটো রিকসা কেনার জন্য তিনি মঙ্গলবার বিকেলে জেলা শহরে আসেন। সন্ধ্যে ৬টার দিকে সদর উপজেলার হোসেনপুর এলাকার আমজাদ হোসেন, বিল্লাল ও জহিরুল ইসলাম তাকে নির্জন স’ানে নিয়ে বেধরক মারপিট করে হত্যার চেষ্টা চালায় এবং তার সাথে থাকা ৪০হাজার টাকা নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে যুবকরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসছুদুল আলম জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

সর্বশেষ আপডেটঃ ৭:০৯ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৬