মচিমহা‘য় ডায়াবেটিস,থাইরয়েড ও হরমোন রোগ বহি:বিভাগের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার,
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ২য় তলায় হাসপাতালের এন্ডোক্রাইনোলজী বিভাগের তত্বাবধানে ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বহি:বিভাগের উদ্বোধন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যৰ প্রফেসর শংকর নারায়ন দাস এবং বিশেষ অতিথি ছিলেন বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা: একেএম রফিকুল ইসলাম, বিএমএ ময়মনসিংহ শাখার সাধারন সম্পাদক ও কলেজ উপাধ্যৰ ডা: মো: মতিউর রহমান ভুইয়া, নভো-নরডিস্ক ফার্মা লি: এর বিজনেস অপারেশন ডিরেক্টর এম এ রহমান। এন্ডোক্রাইনোলজী বিভাগের রেজিষ্ট্রার ডা: মো: আনোয়ার হোসেন এর সঞ্চালনায় নতুন বহি:বিভাগের সার্বিক গুর্বত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এন্ডোক্রাইনোলজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো: নজর্বল ইসলাম সিদ্দিকী এবং স্বাগত বক্তব্য রাখেন এন্ডোক্রাইনোলজী বিভাগের প্রফেসর ডা: নিজামুল করিম খান । বক্তাগন বলেন, বিভাগীয় শহরে প্রতিষ্ঠিত সরকারী হাসপাতালটিতে নতুন বহি:বিভাগ খোলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের রোগীদের কল্যাণ সাধিত হবে। বক্তারা আশঙ্কাজনক হারে ডায়াবেটিস রোগী বৃদ্ধি পাওয়ায় হাসপাতাল কর্তৃপৰের এ পদৰেপকে সময়োচিত বলে আখ্যা দেন। অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগন, শিৰকবৃন্দ, সেবিকা, সর্বস্তরের কর্মচারী ও রোগীরা উপসি’ত ছিলেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন নভো-নরডিস্ক ফার্মা লি: এর সেলস ম্যানেজার মাসুদুর রহমান, এসিসটেন্ট সেলস ম্যানেজার পলক দাস, সিনিয়র আরএসএম মনির্বল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ সেলিম ভুইয়া।