কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে উদীচীর মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি, ৫ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
কুমিলৱায় কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকান্ডের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উদীচী। মঙ্গলবার বিকালে শহরের গৌরাঙ্গবাজার এলাকার স্টেশন রোডে উদীচী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে জেলার বিভিন্ন পর্যায়ের সংস্কৃতি ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। এতে উদীচী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ একেএম নূর্বন্নবী, সাধারণ সম্পাদক মো. আবদুল ওয়াহাব, কিশোরগঞ্জ মানবাধিকার ফোরামের সভাপতি মো. র্বহুল আমিন, সংস্কৃতিকর্মী ও লেখক ফয়সাল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা অবিলম্বে তনু হত্যা রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত ও প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান।