| রাত ৮:০২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সারাদেশে সাংবাদিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে—-বিএমএসএফ

সারাদেশে সাংবাদিক নির্যাতন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সাংবাদিক নির্যাতনরোধে যুগোপযোগি আইন প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নসহ সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নেরও দাবী করা হয়। রাজধানীর কমলাপুরস’ কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টায় বিএমএসএফ স’ায়ী কমিটির প্রথম সভায় বক্তারা সরকার এবং গণমাধ্যমসমুহের নিকট এ দাবী তোলেন। সভায় বিএমএসএফ ভোলা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এনটিভির ষ্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সমকাল শরীয়তপুর প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলটকে জীবননাশের হুমকিসহ বিএমএসএফ রংপুর জেলা কমিটির সদস্যসচিব মশিউর রহমান উৎসকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এ সকল সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের দ্র্বত গ্রেফতার বিচারের দাবী করে বিএমএসএফ নেতৃবৃন্দ।
বিএমএসএফ’র স’ায়ী কমিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন, স’ায়ী কমিটির সদস্য আবুল হোসেন তালুকদার, মনজুর হোসেন ঈসা, পিনাকি দাস, মানিক ভূইয়া, একেএম কামাল উদ্দিন টগর, আমিনুল ইসলাম আহাদ, জাহিদ হাসান, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সোনিয়া সরকার, কেন্দ্রীয় সদস্য শাহজাহান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। খবর প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ আপডেটঃ ৬:২৫ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০১৬