| রাত ৯:২৬ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাজিতপুর সরারচর রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ

মহিউদ্দিন লিটন, বাজিতপুর সংবাদদাতাঃ-৪ এপ্রিল ২০১৬, সোমবার,

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেল স্টেশনে প্রতিদিন আন্তঃ নগর এগারো সিন্ধুর উর্মী – গোধুলী, কিশোরগঞ্জ এক্সপ্রেসের ট্রেনের টিকেট কাউন্টার মাষ্টারের যোগসাজশে এক দল কালোবাজারী নির্ধারিত মূল্যের চেয়ে ৮০-১০০ টাকা বেশি দামে ট্রেনের যাত্রীদের নিকট বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আন্তঃ নগর এগারো সিন্ধুর টিকেটের সাধানণ মূল্য ১১০ টাকা, দ্বিতীয় শ্রেণী ১২০ টাকা, প্রথম শ্রেণী ১৭০ টাকা বিক্রির কথা রয়েছে। কিন’ কাউন্টার মাষ্টার জসিমউদ্দিন এক শ্রেণীর কালোবাজারী সৃষ্টি করে প্রতি টিকেট থেকে ২০-৩০ টাকা বেশি নিচ্ছে বলে সরারচর তেঘরিয়া গ্রামের ট্রেনের যাত্রী মোঃ সাখাওয়াত হোসেন ও মেডিসিন ব্যবসায়ী এস এম ইসলাম সাংবাদিকদের নিকট আজ দুপুরে সরারচর রেল স্টেশনে অভিযোগ করেন। তারা বলেন, শতশত যাত্রী কাউন্টার মাষ্টারের নিকট টিকেট চাইতে গেলে বলে যে, সিট নেই। স্টেন্ডিং টিকেট নিয়ে গাড়িতে ভ্রমণ করতে হবে। জানাগেছে, বাজিতপুর-সরারচর রেল স্টেশনের ১১ সিন্ধুর ২বারের জন্য ১২০টি টিকেট বরাদ্ধ রয়েছে এবং কিশোরগঞ্জ এক্সপ্রেসের জন্য অনুরূপ টিকেট রয়েছে। সরারচর রেল কাউন্টার মাষ্টার মোঃ জসিমউদ্দিন এ অভিযোগ অস্বিকার করে বলেন, তার কাছে যা টিকেট বরাদ্ধ থাকে তা তিনি যাত্রীদের দিয়ে দেন। তিনি বলেন, কালোবাজারী কোথায় হয় তা তিনি জানেন না। সরারচর রেলওয়ের সহকারী মাষ্টার মিজানুর রহমান জানান, দুটি আন্তঃনগর ট্রেনের যে টিকেট যাত্রীদের জন্য বরাদ্ধ আছে তা চাহিদার তুলনায় একেবারে কম বলে উলেৱখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:৩১ অপরাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৬