মুক্তাগাছার পল্লীতে রাজভর পরিবারকে নির্যাতনের অভিযোগ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:৪ এপ্রিল ২০১৬, সোমবার,
মুক্তাগাছার কলাদিয়া গ্রামে একটি রাজভর পরিবারের এক নারীকে মারধর, শৱীলতাহানীসহ নানাভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়াগেছে। আহত অবস’ায় ঐ নারীকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপেৱক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানাযায় উপজেলার তারাটী ইউনিয়নের কলাদিয়া গ্রামের জঙ্গলিয়া রাজভরের পরিবারকে পাশ্ববর্তী অছিমদ্দিনের পুত্র ইসমাইল হোসেন গংরা দীর্ঘদিন ধরে নানাভাবে নির্যাতন করে আসছিল। গত রোববার বিকালে ইসমাইল হোসেন ছাগল দিয়ে জঙ্গলিয়া রাজভরের পাটক্ষেত নষ্ট করার সময় জঙ্গলিয়ার স্ত্রী পার্বতী রাজভর বাঁধা দেয় এবং ছাগল ধরে বাড়িতে এনে বেধে রাখে। এতে ৰিপ্ত হয়ে ইসমাইল পার্বতী রাজভরকে মাথায় কিল, ঘুষি, লাথি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এসময় তাকে শৱীলতাহানীও করা হয় বলে অভিযোগে বলা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস’তি চলছে।