শ্রীবরদীতে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় ৩ মামলা দায়ের

শ্রীবরদী প্রতিনিধিঃ৪ এপ্রিল ২০১৬, সোমবার,
গত ৩১শে মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউএনও’র উপর হামলা, গাড়ি ভাঙচুর, ভোট কেন্দ্রে দায়িত্বেরত কর্মকর্তা/কর্মচারী ও পুলিশের উপর হামলা এবং শানি-পূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে ফেরার পথে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গতিরোধ করে হামলার চেষ্টার ঘটনায় শ্রীবরদী থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার খামারপাড়া ভোটকেন্দ্রে ইউএনও’র উপর হামলা ও তার ব্যবহৃত সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাত আসামী করে ইউএনও হাবিবা শারমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। উপজেলার পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পুলিশের উপর হামলা ও ব্যালট ছিনতাইয়ের চেষ্টার ঘটনার নালিতাবাড়ি থানার এ.এস.আই সোহাগ বাদী হয়ে ১৪জন এজাহার নামীয় ও ৪০/৫০ জন অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। উপজেলার মামদামারী ভোট কেন্দ্রে শানি-পূর্ণ ভোট শেষে ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় সি.আই.ডি’র এ.এস.আই আমিনুল ইসলাম বাদী হয়ে ১২জনকে এজাহার নামীয় ও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। এদিকে নির্বাচনী সহিংসতার ঘটনায় পৃথক তিনটি মামলায় গ্রেফতার আতঙ্কে কয়েকটি গ্রামের মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ফলে পুরুষ শূণ্য হয়ে পড়েছে উপজেলার পোড়াগড়, খামারপাড়া ও মামদামারী গ্রাম। মামলার তদন- কর্মকর্তা শ্রীবরদী থানার এস.আই আকতারুজ্জামান বলেন, পৃথক ২টি মামলায় ফুরকান মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। শ্রীবরদী থানার ওসি এস.আলম মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, গ্রামবাসীদের ভয়ের কোনো কারণ নেই। নিরীহ কোনো লোককে পুলিশ হয়রানি করবে না। তদন- সাপেক্ষে সহিংসতার সাথে জড়িতদের আটক করা হবে। এলক্ষ্যে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।