নান্দাইলে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ৪ এপ্রিল ২০১৬, সোমবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর- নান্দাইল সড়কে সিংদই নামক স’ানে সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে ইজিবাইক চাপায় পড়ে সিংদই গ্রামের খোকন মিয়ার দেড় বছরের শিশু সৌরভ মারাত্নক আহত হয়। আহত অবস’ায় শিশুটিকে নান্দাইল হাসপাতালে আনা হলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।#