খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান ও তার ভাইকে অবাঞ্ছিত ঘোষণা

নেত্রকোনা প্রতিনিধি ঃ ৪ এপ্রিল ২০১৬, সোমবার,
জেলার খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সামছুজ্জামান তালুকদার সুয়েব ও তার বড় ভাই উপজেলা আওয়ামী লীগ সদস্য নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জুসেফকে খালিয়াজুরীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স’ানীয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তারা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং ৭দিনের মধ্যে গ্রেফতারের দাবী জানানো হয়। একই দিন তাদের বিরুদ্ধে উপজেলা সদরে নারীরা ঝাড়- ও জুতা মিছিল করেছে।
জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী প্রমুখ। সমাবেশ থেকে সামছুজ্জামান তালুকদার সুয়েব ও সানোয়ারুজ্জামান জুসেফকে খালিয়াজুরীতে অবাঞ্চিত ঘোষণা করা এবং আগামী সাত দিনের মধ্যে তাদের গ্রেফতারের দাবী জানানো হয়। আগামীকাল বুধবার খালিয়াজুরীর ধনু নদীতে সকল প্রকার নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়। এ ছাড়া পুলিশ কর্তৃক দায়েরকৃত কাউসার হত্যা মামলা প্রত্যাহার, নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড, আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পূনঃরায় ভোট গ্রহন ও হত্যাকান্ডে জড়িতদেরকে গ্রেফতারের দাবীতে খালিয়াজুরী সদরে অবরোধ কর্মসূচী চালিয়ে যাচ্ছে স’ানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী। এলাকাবাসীর অব্যাহত আন্দোলনের মূখে অবশেষে খালিয়াজুরী থানার ওসি রমিজুল হককে খালিয়াজুরী থেকে প্রত্যাহার করা হয়েছে।
জানা গেছে, গত ২২ জানুয়ারী জেলার খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদে নির্বাচনের পর ভোট গণনায় বিলম্ব হওয়ায় পুলিশ জনতা সংঘর্ষের সময় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ও আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইসহাকের ভাই গোলাম আবু কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর থেকেই স’ানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী আন্দোলন চালিয়ে যাচ্ছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের দাবী পূরন না হওয়া পর্যন- আমরা আন্দোলন চালিয়ে যাব।