ফুলপুরে মাদরাসা ছাত্রকে অমানসিক নির্যাতন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : | ৪ এপ্রিল ২০১৬, সোমবার,
ফুলপুর উপজেলার দক্ষিণ ঘোমগাঁও নুরানিয়া আবাসিক হাফিজিয়া মাদরাসার শিক্ষক এক ছাত্রকে সোমবার সকালে অমানসিক ভাবে পিটিয়ে গুরুতর আহত করেছেন।
জানা যায়, বিহারাঙ্গা গ্রামের অসহায় দরীদ্র পরিবারের মৃত আহির উদ্দিনের পুত্র হোসাইন (১০) বাট্রা গ্রামের মোঃ মুর্তুজা ফকিরের ঘরে লজিং থেকে দক্ষিণ ঘোমগাঁও নুরানিয়া আবাসিক হাফিজিয়া মাদরাসায় নজরাণা বিভাগে লেখাপড়া করে। সোমবার পড়া না পারায় মাদরাসা শিক্ষক হাফেজ ইয়াকুব আলী ছাত্র হোসাইনকে সারা শরীরে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স’ানীয়রা ছাত্রকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বিক্ষুব্ধ এলাকাবাসি ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যান এবং ছাত্রের পক্ষে মোঃ মুর্তজা ফকির বাদি হয়ে শিক্ষক হাফেজ ইয়াকুব আলীর বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস’ল পরিদর্শন ও শিক্ষককে গ্রেফতারে অভিযান চালান। এলাকাবাসি জানান, এর আগেও শিক্ষক ৬ জন ছাত্রকে পিটিয়ে মাদরাসা ছাড়া করেছেন। কমিটির কাছে বিচার দিয়েও কোন প্রতিকার মেলেনি।