খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ
ফাহিম মোঃ শাকিল: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শহরের বিএনপির অফিসের সামনে এ বিক্ষোভ করেন নেতারা। তার আগে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ জেলা বিএনপির, ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা।