| বিকাল ৩:৫১ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আশুলিয়ায় ২৮ দিন আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বরিশালের গৌরনদী গালর্স স্কল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ঢাকার আশুলিয়ার একটি বাসায় ২৮ দিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে সেখান থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও ধর্ষক সুলতান আহম্মেদকে গ্রেফতার করে। সুলতান আহম্মেদ পটুয়াখালী জেলার মীর্জাগঞ্জ থানার আমড়াগাছিয়া গ্রামের রশিদ গাজীর ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, ওই ছাত্রী উপজেলার তিখাসার গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করে আসছিল। গত ৫ মার্চ সকালে সে স্কুলের উদ্দেশে রওনা হয়। চরগাধাতলী এলাকায় পৌঁছলে বখাটে সুলতানের নেতৃত্বে ৪-৫ সহযোগী অস্ত্রের মুখে তাকে অপহরণ করে নিয়ে যায়।

রোববার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে বরিশালের সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন।

স্কুলছাত্রী অভিযোগ করেছে, সুলতান তাকে আশুলিয়ার একটি বাসায় ২৮ দিন আটকে রেখে নির্যাতন চালায়।

সর্বশেষ আপডেটঃ ৪:০০ পূর্বাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৬