| সকাল ১০:২৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ক্যারিবীয়রাই চ্যাম্পিয়ন

লোকলোকান্তর ডেস্কঃ রোববার কলকাতার ইডেন গার্ডেনসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের টানটান উত্তেজনার ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে বিশ্ব টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্যের মুকুট জয় করে নিলো ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য ছিলো ১৫৬ রানের। গেইল-সিমন্স-স্যামুয়েলসদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপের জন্য বেশ সহজই বলা যায়। কিন্তু এই আপাতদৃষ্টিতে দেখা সহজ লক্ষ্যকেই কঠিন বানিয়ে তোলেন অধিনায়ক ইয়ন মরগ্যান। তার তুরুপের তাস ছিলো জো রুট। বল হাতে নিয়ে অধিয়ায়কের আস্থার প্রতিদানও দেন রুট। ফিরিয়ে দেন ক্রিস গেইলও চার্লস জনসনকে। দলীয় ১১ রানে ফিরে যান সেমিফাইনালে ব্যাটে ঝড় তোলা লেন্ডল সিমন্সও।

শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে খেলায় ফিরিয়ে আনেন মারলন স্যামুয়েলস। ২০১২ সালে এই স্যামুয়েলসের ব্যাটে চড়েই টি-টোয়েন্টিতে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় ক্যারিবীয়রা। সেই স্যামুয়েলসেই আবারও ফিরে এলেন দলের ত্রাণকর্তা হয়ে। দলকে স্বপ্ন দেখাতে থাকেন বিশ্বজয়ের।

স্যামুয়েলস একপ্রান্ত আগলে ধরে রাখলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। আন্দ্রে রাসেল, অধিনায়ক স্যামিরা এদিন ব্যর্থ। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ ১২ বলে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন থাকে ২৭ রানের। ক্রিজে তখনো স্যামুয়েলস। সাথে আছেন ব্রেথওয়েট।

তবে শেষ দৃশ্যের নায়ক কিন্তু স্যামুয়েলস নন, নায়কের ভূমিকায় আসলেন ব্রেথওয়েট। শেষ ওভারে দরকার ১৯ রান। পরপর চার বলে চার ছয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ক্যারিবীয়রা জিতে নেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট। ইংল্যান্ডের পক্ষে ডেভিড উইলি একাই নেন তিন উইকেট। এছাড়া জো রুট নেন দুই উইকেট।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। দলীয় ২৩ রানের মাথায় টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে মরগ্যানবাহিনী। এরপর জস বাটলার ও জো রুটের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে ইংলিশরা। বাটলার ফিরে গেলেও হাফসেঞ্চুরি তুলে নেন রুট।

তবে ৩৬ বলে সাত চারে ব্যাক্তিগত ৫৪ রানে রুট সাজঘরে ফিরে গেলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় নয় উইকেটে ১৫৫ রান। ক্যারিবীয়দের পক্ষে ব্রাভো এবং ব্রেথওয়েট নেন তিনটি করে উইকেট। এছাড়াও স্যামুয়েল বদ্রি নেন দুটি উইকেট।

সর্বশেষ আপডেটঃ ২:২৩ পূর্বাহ্ণ | এপ্রিল ০৪, ২০১৬