গফরগাঁওয়ে তনুসহ সকল হত্যা-ধর্ষনের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
গফরগাঁও প্রতিনিধি ঃ ৩ এপ্রিল ২০১৬, রবিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে কুমিলৱা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী সংস্কৃতি কর্মী সোহাগী জাহান তনু হত্যাসহ সাম্প্রতিক সময়ে সকল হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে রোববার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবের সামনে বিৰুদ্ধ গফরগাঁও বাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, গফরগাঁও প্রেসক্লাব, বেসরকারি শিক্ষক কলেজ ফোরাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন, মুক্ত পায়রা ও সূর্য সারথী খেলাঘর আসর, গফরগাঁও ৮৫, শিকদার সংগীত একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠি প্রমুখ। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ কেএম এহছান, সাবেক চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন সুবল, উপজেলা কমিনিস্ট পার্টির সাধারন সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন প্রমুখ