শেরপুরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা শুরু: বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটে পরীক্ষা বিঘ্নিত
শেরপুর প্রতিনিধি:৩ এপ্রিল ২০১৬, রবিবার,
আজ ৩ এপ্রিল রোববার থেকে শেরপুরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হয়েছে। তবে বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাটে পরীৰা গ্রহণে বিঘ্ন ঘটেছে। এ বছর শেরপুরের সদর, নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় পাঁচ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করছেন।
পরীৰা কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল দশটায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হওয়ার কিছুৰণ পরই শুর্ব হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বিদ্যুৎ চলে গেলে শেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীৰা গ্রহণে বিঘ্ন ঘটে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. আসাদুজ্জামান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃপক্ষকে অবহিত করেন। সকাল দশটা দশ মিনিট থেকে দশটা ৫০ মিনিট পর্যন্ত অর্থাৎ ৪০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে পরীক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হন। পরে বিদ্যুৎ এলে পরীৰা গ্রহণ স্বাভাবিক হয়। অবশ্য কলেজ কর্তৃপক্ষ বিদ্যুৎ চলে গেলে কলেজের জেনারেটর চালিয়ে কয়েকটি কক্ষে বিদ্যুৎ সরবরাহ করলেও তা পর্যাপ্ত ছিল না।
আজ রোববার পরীক্ষা শেষ হওয়ার আগে কলেজ কর্র্তৃপক্ষ প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় এনে পরবর্তী পরীক্ষাগুলোয় চার্জার বাতি বা মোমবাতি সঙ্গে করে নিয়ে আসার জন্য পরীক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জানতে চাইলে বিউবোর নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ বলেন, বৃষ্টির কারণে যান্ত্রিক ত্র্বটি হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে পরবর্তী পরীৰাগুলোয় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে বিউবো সচেষ্ট থাকবে বলে তিনি জানান।