| রাত ১২:৩১ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মদনে আওয়ামীলীগ, বিএনপিসহ ১২ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 

মদন (নেত্রকোণা) সুদর্শন আচার্য্যঃ ৩ এপ্রিল ২০১৬, রবিবার,

অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে নেত্রকোণার মদন উপজেলার ৮ ইউনিয়নে আওয়ামীলীগ, বি,এন,পিসহ ১২ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রদত্ত ভোটের আট এর এক অংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাতিল হবে। উপজেলা কাইটাইল ইউনিয়নে প্রদত্ত ভোট ১১০৯৭, আলী আহম্মদ (ঘোড়া) ১৩৫১ভোট, মোঃ হিরণ মিয়া (টেলিফোন) ২৬ ভোট, চানগাঁও ইউনিয়নে প্রদত্ত ভোট ৫৩৭৯, মোঃ আনোয়ার হুসাইন (আনারস) ৫৩৩ ভোট, মদন ইউনিয়নে প্রদত্ত ভোট ৮৬২৫, মোঃ জহির্বল ইসলাম (নৌকা) ৩৮৩ ভোট, সুলতান উদ্দিন (চশমা) ৬৭৮ ভোট, গোবিন্দশ্রী ইউনিয়নে প্রদত্ত ভোট ৯৪৪০, মোঃ আব্দুল মালেক (চশমা) ৮২৩ ভোট, মোঃ আব্দুল জব্বার (ঘোড়া) ৭৬৭ ভোট, মাঘান ইউনিয়নে প্রদত্ত ভোট ৭৭১৬, আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলাল (মোটরসাইকেল) ২৯, মোঃ রফিকুল ইসলাম ফার্বক (ধানের শীষ) ৩৩ ভোট, তিয়শ্রী ইউনিয়নে প্রদত্ত ভোট ৯৫০১, খান কিবরিয়া কামাল (আনারস) ৮২ ভোট, ফতেপুর ইউনিয়নে প্রদত্ত ভোট ১০০২১, গোলাম মুর্তুজা খান (ঘোড়া) ৫৮১, মতিউর রহমান (মোটরসাইকেল) ৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৯:০৮ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৬