| রাত ৪:৪২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইল থানা গেইট থেকে ২‘শ গজ দূরে ২টি দোকানে দুঃসাহসিক চুরি

 
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ৩ এপ্রিল ২০১৬, রবিবার,

ময়মনসিংহের নান্দাইল থানা গেইট থেকে মাত্র ২‘শ গজ দূরে দু’টি ইলেকট্রনিক্স দোকানের চালের টিন খুলে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার(০২ এপ্রিল) রাতে যেকোন সময়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নান্দাইল থানার ঠিক বিপরীত দিকে ওয়ালটনের শো রুম আল রিদান ইলেকট্রনিক্স দোকানের চালের টিন কেঁটে ভিতরে ঢুকে বিভিন্ন মডেলের ১৩ টি এল.এ.ডি রঙ্গিন টেলিভশন যার মূল্য দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ১০টি এন্ড.ড্র.এ মোবাইল ফোন সেট যার মূল্য ৬১ হাজার ২ শত টাকা ও নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা। অপর দিকে একই রাতে একই কায়দায় ওয়েস্টটান এর শো র্বম মেসার্স আদিল ইলেকট্রনিক্স থেকে বিভিন্ন মডেলের ৭ টি এল.এ. ডি রঙ্গিন টেলিভিশন যার মূল্য ৯০ হাজার টাকা নিয়ে যায়। থানা সম্মুখের এ রকম দুঃসাহসিক চুরি সংঘটিত হওয়ায় পুরো উপজেলা সদরের ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান রবিবার সকালে দোকান দু’টি পরিদর্শন করেছেন।#

সর্বশেষ আপডেটঃ ৯:০৪ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৬