ময়মনসিংহে এইচএসসির কেন্দ্র পরিদর্শন,অনুপস্থিত ৩০৪
ফাহিম মোঃ শাকিল: রোববার (০৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার ময়মনসিংহে এইচএসসি পরীক্ষায় মোট ৩০টি কেন্দ্রে অংশ নেয় ২৫ হাজার ১৯২ জন। যার মধ্যে অনুপস্থিত ছিল ১৯৮ জন। কারিগরি শিক্ষা বোর্ড, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস,আলিম পরীক্ষ,ভোকেশনালসহ মোট পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৬০ জন এবং অনুপস্থিতির পরিমান দাড়ায় ৩০৪ জন। পরীক্ষা চলাকালিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকি।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার উচ্চমান সহকারী দৃতিকান্ত সরকার মারফত জানা যায়, এইচএসসি পরীক্ষায় মোট ৩০টি কেন্দ্রে অংশ নেয় ২৫ হাজার ১৯২ জন। অনুপস্থিত ছিল ১৯৮ জন।
ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস’র একটি কেন্দ্রে অংশ নেয় ৩৫৫ জন। অনুপস্থিত ছিল ২ জন। আলিম পরীক্ষার ১৪টি কেন্দ্রে উপস্থিত ছিল ৪০৩২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৫০ জন পরীক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের মোট ১৬টি কেন্দ্রে উপস্থিত ছিল ৩ হাজার ৩৬১ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৫৩ জন পরীক্ষার্থী।
এইচএসসি ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ১২১ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ১ জন।