| সকাল ৯:০৬ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুর-উজানচর ১৫ কিঃ মিঃ সড়ক মেরামতে মাত্র ২ কোটি ৯৩ লক্ষ টাকা

মহিউদ্দিন লিটন, বাজিতপুর সংবাদদাতাঃ  কিশোরগঞ্জ্রে বাজিতপুর উপজেলার জড়াজীর্ণ বড় সড়কের ব্রীজটি গত ৫১ বছর পূর্বে কিশোরগঞ্জ মহকুমার সময় কালিন সময়ে মাত্র সাড়ে ৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মান কাজ হয়। কালের স্বাক্ষী ৫১ বছর পর এ ব্রীজএর উপর দিয়ে প্রতি দিন ঢাকা-বাজিতপুর বিআরটিসি বাস, কয়েকশ মাল বাহি ট্রাক, হাজার হাজার সিএনজি ও আটোবাইক চলাচল করে আসছে জীবনের ঝুকি নিয়ে। সড়ক ও জনপদ অফিস সূত্রে জানা গেছে, ৩টি ভাগে বাজিতপুর-উজানচর আঞ্চলিক সড়কের নির্মান কাজ ২ কোটি ৯৩ লক্ষ টাকা ব্যায়ে চলছে। সামনের অর্থবছরে এর পরিধি অনেক বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অষ্টগ্রাম হতে বাজিতপুর পৌর শহরের মথুরাপুর মোড় পর্যন্ত ১শত ৩৪ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এতদিন এলাকার রাস্তার পাশে যাদের বাড়ি আছে, তাদের সমস্যার কারণে কিছুটা বিলম্ব হয়েছে বলে সূত্রটি জানায়।

কিশোরগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলি মোঃ শফিকুল ইসলাম গতকাল রবিবার দৈনিক লোকলোকান্তরকে  জানান, কিশোরগঞ্জ-ভৈরব-বাজিতপুর আঞ্চলিক মহাসড়কটিকে মহাসড়কে রূপান্তর করার জন্য ১শত ৮৩ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজ অচিরেই চলবে বলে জানান। তিনি জানান, ২০১৬-১৭ অর্থ বছরে বাজিতপুর সহ বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়ক গুলো প্রশস্তের জন্য মন্ত্রনালয়ে বাজেট পাশের জন্য পাঠাবে বলে উল্লেখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৪:০৪ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৬