খালিয়াজুরীর থানার ওসিকে প্রত্যাহার, বিক্ষোভ সমাবেশ

নেত্রকোনা প্রতিনিধিঃ এলাকাবাসীর অব্যাহত আন্দোলনের মূখে অবশেষে খালিয়াজুরী থানার ওসি রমিজুল হককে খালিয়াজুরী থেকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে শনিবার বিকেলে জেলার পূর্বধলা থানার ইন্সপেক্টর তদন্ত শওকত আলী যোগদান করেছেন। রোববার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
জানা গেছে, জেলার খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদে নির্বাচনী সহিংসতায় সাবেক ছাত্রলীগ নেতা গোলাম আবু কাউসার নিহত হওয়ার প্রতিবাদে থানার ওসি রমিজুল হককে প্রত্যাহার, পুলিশ কর্তৃক দায়েরকৃত কাউসার হত্যা মামলা প্রত্যাহার, খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সুয়েব, তার বড় ভাই সানোয়ারুজ্জামান জুসেফসহ হত্যাকান্ডে জড়িতদেরকে গ্রেফতার ও আধাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পূনঃরায় ভোট গ্রহনের দাবীতে খালিয়াজুরী সদরে অবরোধ কর্মসূচী চালিয়ে যাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ। ঘটনার পর থেকে অব্যাহত অবরোধ চলার কারনে উপজেলা সদরে সকল দোকানপাট বন্ধ ছিল। এতে করে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এলাকাবাসীর আন্দোলনের মূখে ওসি রমিজুল হককে খালিয়াজুরী থেকে প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী। মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন দেব রায়, উপজেলা কৃষকলীগ সভাপতি তপন বাঙ্গালী প্রমুখ। সমাবেশ থেকে দাবী মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দেয়া হয়। তবে রোববার থেকে খালিয়াজুরী সদরে দোকানপাট খোলা হয়েছে।
খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের দাবীর প্রেক্ষিতে ওসি রমিজুল হককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামানিক বলেন, প্রশাসনিক কারনে খালিয়াজুরী থানার ওসি রমিজুল হককে নেত্রকোনা পুলিশ লাইনে আনা হয়েছে। তার স্থলে শওকত আলী যোগদান করেছেন।