| সন্ধ্যা ৬:৪৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ব্যাংক এশিয়ার ময়মনসিংহ শাখা উদ্ধোধন

ফাহিম মোঃ শাকিলঃ  আজ রবিবার শহরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ব্যাংক এশিয়া ১০৬তম শাখার ময়মনসিংহে আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান জনাব এ রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ আমিনুল হক শামীম।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, ময়মনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু, ব্যাংক এর বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীগনসহ অনেকেই। অনুষ্ঠানে বক্তারা ময়মনসিংহের ঐতিহ্যের ইতিহাস তুলে ধরে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মোঃ আমিনুল হক শামীম ঋণের উপর সুদের হার কমানোর উপর জোর দিয়ে তার কথা শেষ করেন।এসময় মেয়র ইকরামূল হক টিটু উদাহরনের কথা বলে ময়মনসিংহের ব্যবসায়ীদের ঋণ সুবিধা ও নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেয়ার আহ্বান জানান।

ছবিঃ রেড মিল্লাত

সর্বশেষ আপডেটঃ ৩:৩৯ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৬