| সকাল ১০:০৬ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, অফিস ভাংচুর

নেত্রকোনা প্রতিনিধিঃ  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একদল সশস্ত্র যুবক দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে।
জেলা শহরের ছোট বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশী বাধার মূখে দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ। পরে একদল সশস্ত্র যুবক হামলা চালিয়ে জেলা বিএনপি অফিসের পিচনের দরজা ভেঙ্গে ভিতরে ডুকে চেয়ার ভাংচুর করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ারুল হক জানান, দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী পালন শেষে নেতাকর্মীরা অফিস ত্যাগ করার পর সরকার দলীয় লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে এসে অফিসে হামলা ও আসবাবপত্র ভাংচুর করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি জানান, নেত্রকোনা পরিবেশ অত্যন্ত শান্ত ছিল। বিএনপি কর্মসূচীর নামে পরিবেশ ঘোলাটে করতে চাচ্ছে। ছাত্রলীগ জেলা শহরে মিছিল করলেও বিএনপি অফিসে হামলা বা ভাংচুর চালায়নি। এটি তাদের অভ্যন্তরীন কোন্দলের জের হিসেবে নিজেরাই করেছে।

সর্বশেষ আপডেটঃ ১:৫২ অপরাহ্ণ | এপ্রিল ০৩, ২০১৬