শিক্ষাই পারে ভাগ্য পরিবর্তন করতে: ধর্মমন্ত্রী
ফাহিম মোঃ শাকিলঃ শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষাই পারে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করে দিতে- কথা গুলো বলেন ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্য মতিউর রহমান।
শনিবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ শহরের মুসলিম গার্লস হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ায় মনযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা অপরিহার্য। এই বিদ্যালয়ে জে.এস.সি পাশের হার শতভাগ। এস.এস.সি পাশের হার ৯৮% শুনে আমি খুবই আনন্দিত।
বর্তমানে এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মো: আজহারুল ইসলাম মন্ত্রীর কাছে তিনতলা ভবন দাবী করেন।
এই সময় ধর্মমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতিকে তিনতলা ভবন নির্মান করার আশ্বাস প্রদান করেন।
এই সময় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি এডঃমোঃআজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম.ফয়জুর হক;মডেল থানার কর্মকর্তা মোঃকামরুল ইসলাম;জেলা ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহাবুবুর রহমান সহ প্রধান শিক্ষক মোঃজালাল উদ্দিন এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা,অভিভাবকসহ অনেকেই উপস্থিত ছিলেন। খেলাধুলার শেষে ধর্মমন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ছবিঃ রেড মিল্লাত