সচেতনতার মাধ্যমে অটিষ্টিক শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা অর্জন সম্ভব -শারমিন জাহান
স্টাফ রিপোর্টারঃ ২ এপ্রিল ২০১৬, শনিবার,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিৰা ও আইসিটি) শারমিন জাহান বলেছেন, সচেতনতার মাধ্যমে অটিষ্টিক শিশুদের শারীরিক ও মানসিক সৰমতা অর্জন সম্ভব। তিনি আরও বলেন, অটিষ্টিক শিশুদের পরিবার ও সমাজের বোঝা না ভেবে তাদের স্বাবলম্বী করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, অটিষ্টিক শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলৰে গতকাল শনিবার সকালে ব্রহ্মপুত্র পাড়ের পৌর পার্কের বৈশাখী মঞ্চে জেলা সমাজসেবা অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সিভিল সার্জন ডাঃ আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার সীমা রানী সরকার। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক ড. অঞ্জন কুমার চিচাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামর্বজ্জামান ফকির, সরকারী শিশু পরিবার (বালিকা) ময়মনসিংহের উপ-তত্ত্বাবধায়ক শাহনাজ পারভীন, জেলা সমাজসেবা অফিসার মীর্জা নিজুয়ারা প্রমুখ। এর আগে টাউন হল প্রাঙ্গন থেকে ্ একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদৰিণ করে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। সবশেষে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিৰার্থীরা অংশগ্রহণ করে। র্যালীতে ডাঃ কে জামান বিএনএসবি আই হসপিটাল, রোটারী ক্লাব, প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার, ওয়ার্ল্ড ভিশন, সেতুবন্ধন, সেহড়া বহুমুখী সমাজসেবা সমিতি ছাড়াও জেলা সমাজসেবা অধিদপ্তরের চারশতাধিক কর্মকর্তা ও কর্মচারীরা উপসি’ত ছিলেন।