| সকাল ৯:২২ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে দুই মেম্বার প্রার্থীর ফলাফল ড্র হওয়া সত্বেও একজনকে বিজয়ী করায় এলাকায় বিক্ষোভভ

 
বাজিতপুর সংবাদদাতা ঃ২ এপ্রিল ২০১৬, শনিবার,

কিশোরগঞ্জ্‌ের উপজেলার ৮ নং পিরিজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসাবে গত ৩১ মার্চ ডুয়াইগাঁও সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইটিং অফিসার হিসাবে মোঃ হারুন অর রশীদ দায়িত্ব পালন করেন। কিন’ ঐ ওয়ার্ডের মোঃ এনায়েতুলৱাহ সোহাগ মোরগ প্রতীক ও তার নিকট তম প্রতিদ্বন্দী মোঃ ফুল মিয়া আপেল প্রতীক নিয়ে ৪২৩ ভোট দুই জনেই পায়। এই ফলাফল নিয়ে ঐ দিন রাত ৮ টা পর্যন্ত প্রিজাইটিং অফিসার পুলিশের সহায়তায় উপজেলা পরিষদ নির্বাচন হেড কোয়াটারে আসেন। রাত পর্যন্ত দুজনের ভোটার সংখ্যা সমান ছিল বলে মেম্বার প্রার্থী এনায়েতুলৱাহ সোহাগ সাংবাদিকদের জানিয়েছেন । পরদিন বিকালে জানতে পারেন রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম ও প্রিজাইটিং অফিসার হার্বন অর রশীদ যোগসাজশে আপেল মার্কা ফুল মিয়াকে উৎকুচের মাধ্যমে এক ভোট বেশী দেখিয়ে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন। এ খবর পাওয়ার পর ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ এনায়েতুলৱাহ সোহাগ গত শুক্রবার বিকালে তার কয়েকশ সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার কার্যালয় ও ইউ এনও অফিস ঘেরাও কর্মসূচী পালন করেন। পরে ঐ দিন রাত ৭ টার দিকে রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান এর বরাবরে নির্বাচনের কারচুপির বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল শনিবার বিকালে ৪ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ এনায়েতুলৱাহ সোহাগ সাংবাদিকদের নিকট লিখিত অভিযোগ উলেৱ খ করেন, প্রিজাইটিং অফিসার হার্বন অর রশীদ ও রিটার্নিং অফিসারের যোগসাজশে ড্র না দেখিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী মোরগ প্রতীক মোঃ ফুল মিয়া কে এক ভোট বেশী দেখিয়ে বিজয়ী ঘোষনা করেন বিরাট অঙ্কের উৎকোচের মাধ্যমে। প্রিজাইটিং অফিসার মোঃ হার্বন অর রশীদ জানান, নির্বাচনের দিন কয়েকবার ভোট গননায় দেখা গেছে আপেল প্রতীক এক বেশী পেয়ে বিজয়ী হয়েছে । কিন’ মোরগ প্রতীক মোঃ এনায়েতুলৱাহ সোহাগ এক ভোট কম পেয়েছে বলে তিনি জানান। রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি । তিনি আইনানুগ ভাবে ব্যবস’া নিবেন বলে উলেৱখ করেন।

সর্বশেষ আপডেটঃ ৯:১০ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০১৬