শ্রীবরদীতে আ’লীগের দুই নেতাকে দল থেকে অব্যাহতি
শ্রীবরদী প্রতিনিধি, ২ এপ্রিল ২০১৬, শনিবার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার ১নং সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি র্বহুল আমিন ও সাধারণ সম্পাদক খালেদ হাসান হিপুলকে দল থেকে অব্যহতি প্রদান করেছেন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিংগাবরুনা ইউনিয়নে আ’লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর পৰে নির্বাচনের কোন প্রকার কার্যক্রম না করে ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করেন দলের ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক। এব্যাপারে সিংগাবরুনা ইউনিয়ন থেকে এ দু নেতার বির্বদ্ধে অনেক লিখিত অভিযোগ পাওয়া যায়। বিষয়টি শেরপুর জেলা আ’লীগের সভাপতি ও মহান জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক ও সাধারণ সম্পাদক এডভোকেট জন্দন কুমার পালের সাথে আলোচনা করলে তাদের সিদ্ধান্ত ও নির্দেশ মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ সিংগাবরুনা ইউনিয়ন শাখা হতে দু’ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এ প্রসঙ্গে সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগের সভাপতি র্বহুল আমিনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কোন কাগজ পায়নি। তবে লোকের মুখে মুখে শুনেছি। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহার্বল ইসলাম লিটন বলেন, নৌকা প্রতিকে নির্বাচন না করায় তাদেরকে দলথেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।