| সন্ধ্যা ৬:৪৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নির্বাচনীর পরবর্তী সহিংসতা মদনে নারী সহ আহত ১৭

সুদশর্ন আচার্য্য(মদন,নেত্রকোনা): ২ এপ্রিল ২০১৬, শনিবার,

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে শনিবার সকালে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষে ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুতাহের টিপু(৪০),এনামুল হক দিপু(৩৫) ও আলম(৩৫)এর অবস’া আশংক্ষাজনক থাকায় তাদের ময়মনসিংহ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত রেহেনা(১৮),বেদেনা(৫৫), নাসরিন(৩০), তাজুল(৩২), রবিকল(৩৪), হৃদয়(১৭), আজিজুলইসলাম(৬৫), হুমায়ুন কবীর(৩০), এমদাদ(২৮)কে মদন স্বাস’্য কেন্দ্রে চিকিৎসাধীন রাখা হয়েছে। আক্রমনের স্বীকার পরাজিত মেম্বার রান্টু মিয়া জানান,শুক্রবার রাতে বিজয়ী মেম্বার জাহাঙ্গীরের লোকজন বিজয় মিছিলের ভাব নিয়ে আমার বসতঘর থেকে লক্ষাধিক টাকার মালামাল লুটপাঠ করে নিয়ে গেলে আমি থানায় অভিযোগ করি। এরই জের ধরে শনিবার সকালে আমার বাড়িতে হামলা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁেধ। তবে মেম্বার জাহাঙ্গীরের পক্ষে আহত আজিজুল ইসলাম জানান,কাইটাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে রান্টু মিয়ার বাড়ির সামনে পৌছঁতেই তার লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সংবাদের প্রেক্ষিতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁেধ।
অন্যদিকে, শুক্রবার রাতে বিজয়ী মেম্বার বাবুল মিয়া লোকজন নিয়ে ভোটারদের বাড়িতে দোয়া চাইতে গেলে পরাজিত মেম্বার জাহাঙ্গীরের লোকজনের হামলায় তিন জন আহত হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের খন্দকার পাড়ার সড়কে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মদন থানার ওসি মোঃ মাজিদুর রহমান সংঘর্ষের ঘটনার সততা স্বীকার করে বলেন, ঘটনা স’লে পুলিশ প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:০১ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০১৬