| রাত ৩:৫৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে দুইশত ব্যালট পেপারের ২টি মুরিবই উদ্ধার নিয়ে তোলপাড়!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ২ এপ্রিল ২০১৬, শনিবার,
দ্বিতীয় পর্যায়ের সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুরে রউজ বিদ্যানিকেতন ভোট কেন্দ্র থেকে শনিবার (২ এপ্রিল) সাদা কাগজের দুইশত ব্যালট পেপারের ২টি মুরিবই নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় পরাজিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকরা খবর পেয়ে মুর্হুতের মাঝেই ছুটে আসেন। নির্বাচনে অনিয়ম, ভোট জালিয়াতিসহ নানা অভিযোগের মুখরোচক গল্পও ছড়িয়ে পড়ে।
মুরিবই উদ্ধারের জন্য ছুটে আসেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছা। পরিসি’তি নিয়ন্ত্রণের জন্য এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশও হাজির হন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (২ এপ্রিল) রউজ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের অফিস কৰে দুইশত ব্যালট পেপারের ২টি মুরিবই পরিত্যক্ত অবস’ায় দেখতে পান। প্রতিষ্ঠানের পরিচালক মো. আব্দুলৱাহ উৎসুকজনতাকে ব্যালেট পেপারের মুরিবই দেখতে না দিয়ে নানা তালবাহানা করার কারণে কৌতুহল আরও বেড়ে যায়। নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছাও সাদা কাগজের ব্যালট পেপারের মুরিবই পেয়ে কৌশলে ও পুলিশের সহযোগিতায় ঘটনাস’ল ত্যাগের চেষ্টা করেন। এ সময় বিৰুব্ধ এলাকাবাসীও ব্যারিকেট দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে নির্বাচন কর্মকর্তা বিৰুব্ধ মানুষকে উদ্ধারকৃত ব্যালট পেপারের মুরিবই দেখিয়ে ঘটনাস’ল ত্যাগ করেন। নির্বাচন কর্মকর্তা এ.কে.এম মোছা জানান, নির্বাচনের মালামাল বস্তা করে নিয়ে আসার সময় ২টি মুরিবই পরে যেতে পারে। গৌরীপুর থানার ওসি মো. আখতার মোর্শেদ জানান, এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী হয়েছে, তদন্ত চলছে।###

সর্বশেষ আপডেটঃ ৮:৫৭ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০১৬