ঈশ্বরগঞ্জে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ
অনলাইন ডেস্ক | ২ এপ্রিল ২০১৬, শনিবার,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবিত ভূমি পরিদর্শন করে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাগণ । শনিবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও মহাব্যবস্থাপক বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মো. মোশ্তাক হাসান এবং ব্যবস্থাপক সালেহ আহমদ উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকারকে সাথে নিয়ে উপজেলার বাজিবপুর ইউনিয়নের চররামমোহন এলাকার প্রস্তাবিত ১শ ৭৭ একর ভূমি পরিদর্শন করেন ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাবিত ভূমির নক্সা,দাগসূচি, ভূমির মালিকানা এবং প্রস্তাবিত এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত বিদ্যমান সুযোগ সুবিধার বিষয়টি কর্মকর্তাগণকে অবহিত করেন।
প্রসঙ্গত, সারাদেশে ১শ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সরকারী সিদ্ধানে-র পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য মো. ফখরুল ইমাম গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠান । পরে একই বছরের ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (উপ-সচিব) মো. মনিরুজ্জামান ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর প্রস-াবিত ভূমির নক্সা,দাগসূচি, জমির মালিকানা এবং প্রস-াবিত এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত বিদ্যমান সুযোগ সুবিধার যাবতীয় তথ্যাদি চেয়ে চিঠি পাঠান । জবাবে উপজেলা প্রশাসন প্রস-াবিত ভূমি এবং অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেন । #