কিশোরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি | ২ এপ্রিল ২০১৬, শনিবার,
কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণী পড়ুয়া এক শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার বৌলাই হাবিবনগর এলাকায় কিশোরগঞ্জ-চামড়া বন্দর সড়ক অবরোধ করে তারা অভিযুক্ত ভরাটি গ্রামের আব্দুল মালেকের বখাটে ছেলে শফিককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে কয়েক শ’ এলাকাবাসী ছাড়াও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। কর্মসূচী চলাকালে সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস’লে গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে কর্মসূচী প্রত্যাহার করা হয়।
এলাকাবাসী জানায়, গত ২৮ মার্চ সন্ধ্যায় পাশের বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়ার সময় বৌলাই ভরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ওই শিশুর পথরোধ করে বখাটে শফিক (২৬) ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে বখাটে শফিক পালিয়ে যায়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় শফিককে একমাত্র আসামি করে মামলা করেছেন।