ঝিনাইগাতী সীমান্তে হাতির পায়ে পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ ২ এপ্রিল ২০১৬, শনিবার,
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২এপ্রিল শনিবার ভোরে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে অজ্ঞাতনাম এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির কোন নাম পরিচয় পাওয়া যায়নি। তাহার বয়স আনুমানিক (৪৫), গায়ের রং শ্যামলা, বৱু কালারের প্যান্ট ও গায়ে ছাই রংগের একটি শার্ট পরিহিত ছিল। তাহার শরীরে হাতির পায়ের দাগ রয়েছে। এলাকাাবাসীরা জানান, ভারত সীমান্ত থেকে ৩০ থেকে ৪০গজ দূরে নকসী সীমান্তের নওকুচি গ্রামের ১১০৪এর ২/এস পিলারের নিকট এ ঘটনাটি ঘটে। নিহত লোকটি পাগল অবস’ায় বেশ কিছু দিন যাবৎ পাহাড়ে অবস’ান করতে দেখা গেছে। এ ব্যপারে নকসী বিজিবি’র কম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কাদির, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ডাক্তারী পরীৰার জন্য শেরপুর মর্গে প্রেরনের প্রস’তি নিচ্ছে বলে জানান, ওসি মিজানুর রহমান।