| সকাল ৯:৩৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি, ২ এপ্রিল ২০১৬, শনিবার,
কিশোরগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে শহরের সরকারি এসভি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সংরৰিত আসনের এমপি দিলারা বেগম আসমা, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, সাবেক শিক্ষিকা খালেদা ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসচিব সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, এসভি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা সমবেত কন্ঠে ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না’ সেৱাগান দেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:১৩ অপরাহ্ণ | এপ্রিল ০২, ২০১৬