| রাত ৯:১৬ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

ফাহিম মোঃ শাকিল, ১ এপ্রিল ২০১৬, শুক্রবার,
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়ে গেল জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার ময়মনসিংহের আঞ্চলিক পর্ব।  বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতা।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ এম এম শামসুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপসি’ত ছিলেন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) সুশান্ত- কুমার সাহা, বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইফুল ইসলাম, রবি’র মার্কেট অপারেশন ডিভিশনের সেলস ম্যানেজার মো. ইশতিয়াক হোসেনসহ অনেকেই।

সকাল ৮টায় প্রতিযোগিতা শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন-। পরবর্তীতে প্রোগ্রামিং প্রতিযোগিতার দুই ক্যাটাগরিতে ২০ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, দেশের ১৬টি শহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:২৪ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০১৬