নেত্রকোনায় দুর্নীতি বিরোধী র্যালী ও আলোচনা সভা

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১ এপ্রিল ২০১৬, শুক্রবার
“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার নেত্রকোনা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা পাবলিক হলে গতকাল শুক্রবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আমজাদ খানের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, প্রবীন চিকিৎসক ড. আবদুল হামিদ খান, শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক সায়েদুর রহমান, জেলা সুজনের সভাপতি শ্যামলেন্দু পাল প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।