শেরপুরের নকলায় নির্বাচনোত্তর সহিংসতায় বাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর

শেরপুর প্রতিনিধি:১ এপ্রিল ২০১৬, শুক্রবার,
শেরপুরের নকলায় নির্বাচনোত্তর সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী নূরে আলম তালুকদারের সমর্থকদের আটটি বাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর করা হয়েছে। গত ৩১ মার্চ বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর উরফা ইউনিয়নের খিচা ও বারমাইসা গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী রেজাউলে হকের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে নূরে আলম তালুকদার অভিযোগ করেছেন।
নকলার উরফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরে আলম তালুকদার অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থী আ. লীগের রেজাউল হকের সমর্থকরা খিচা ও বারমাইসা গ্রামে তাঁর আটজন সমর্থকের বাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙ্গচুর করেন। এতে খিচা গ্রামের কামাল, মিজান, হালিম, নেসার ও বজলুলের বাড়ি ৰতিগ্রস্ত হয়। এ ছাড়া বারমাইসা গ্রামের মজিবরের কাপড়ের দোকান এবং মোজাম্মেল ও ফরহাদের মুদি দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করা হয়।
জানতে চাইলে নূরে আলমের অভিযোগ অস্বীকার করে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক বলেন, তাঁর কোন সমর্থক কারও বাড়িঘর বা দোকানপাটে হামলা, ভাঙ্গচুর বা লুটপাট করেনি।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার আজ শুক্রবার দুপুরে বলেন, নূরে আলম তালুকদারের সমর্থকদের বাড়িঘর কেউ ভাঙ্গচুর করেনি। তবে কে বা কারা লাঠি বা বাঁশ দিয়ে দুয়েকটি ‘বারি’ দিয়েছে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি বলে তিনি জানান।