| সকাল ৯:১৬ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তনুর জন্য বাকৃবিতে মোমবাতি প্রজ্জ্বলন

 

শাহীন সরদার, বাকৃবি প্রতিনিধি, ১ এপ্রিল ২০১৬, শুক্রবার,
তনুর খুনিদের অবিলম্বে গেপ্তার ও বিচার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহস্পতিবার রাতে তনুর জন্য ন্যায়বিচার (জাস্টিস ফর তনু) এর ব্যানারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ এর পাদদেশে ওই মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন বলে আয়োজক সূত্রে জানা যায়। সেসময় বক্তারা অবিলম্বে তনুর হত্যাকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সর্বশেষ আপডেটঃ ৬:৪২ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০১৬