| সন্ধ্যা ৭:৪০ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুরের ১৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে যাঁরা বিজয়ী হলেন

শেরপুর প্রতিনিধি:| ১ এপ্রিল ২০১৬, শুক্রবার,
গত ৩১ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত শেরপুরের সদর, নকলা ও শ্রীবরদী উপজেলায় অনুষ্ঠিত ১৬ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন: শেরপুর সদরের বেতমারী ঘুঘুরাকান্দি-মো. আব্দুল মজিদ (আ.লীগ), নকলা উপজেলার গণপদ্দি- শামছুর রহমান আবুল(আ.লীগ),, নকলা সদর- আনিসুর রহমান (আ.লীগ), উরফা- রেজাউল হক (আ.লীগ), গৌড়দ্বার- শওকত হোসেন খান(আ.লীগ), বানেশ্বরদী- মাজহার্বল আনোয়ার(আ.লীগ), পাঠাকাটা- মোহাম্মদ ফয়েজ মিলৱাত(আ.লীগ),, টালকী- মো. বদর্বজ্জামান (আ.লীগ), চরঅষ্টধর- গোলাম রাব্বানী (আ.লীগ), ও চন্দ্রকোনা- সাজু সাইদ সিদ্দিকী(আ.লীগ), ।
শ্রীবরদী উপজেলার সিংগাবর্বণা- আব্দুর রাজ্জাক (স্বতন্ত্র), কুড়িকাহনীয়া- নূরে আলম (বিএনপি), কাকিলাকুড়া- হামিদুলৱাহ তালুকদার (স্বতন্ত্র), শ্রীবরদী সদর- মো. আব্দুল হালিম (আওয়ামী লীগ), খড়িয়া কাজিরচর- এ.ডি.এম শহিদুল ইসলাম (আওয়ামী লীগ) ও গড়জরিপা- আবুল কালাম আজাদ (বিএনপি)।

সর্বশেষ আপডেটঃ ৬:১২ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০১৬