| রাত ১২:০৮ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

জামালপুর মেলান্দহের ৪ ইউপিতে আওয়ামী মনোনীত প্রার্থীরা জয়ী

অনলাইন ডেস্ক | ১ এপ্রিল ২০১৬, শুক্রবার,

জামালপুরের মেলান্দহ উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।  দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার কুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী মনোনীত প্রার্থী আবদুস সালাম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৭৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ফজলুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৮৪ ভোট। মাহামুদপুর ইউপিতে আওয়ামী মনোনীত প্রার্থী মোহম্মদ আলী জিন্না ১৮ হাজার ৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।, ধাউগড়া ইউপিতে বিজয়ী হয়েছেন আওয়ামী মনোনীত প্রার্থী আবদুর রাজ্জাক চৌধুরী। তিনি পেয়েছেন ১৪ হাজার ৯৪০ ভোট।৯৫০০ ভোট পেয়ে ঘোষেরপাড়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুর রহমান জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুস্তম আলী পেয়েছেন ৬৫০০ ভোট।

সর্বশেষ আপডেটঃ ৫:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০১৬