গৌরীপুরে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যাঁরা আ’লীগ ৫ বিদ্রোহী ৪ বিএনপি-১

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা, | ১ এপ্রিল ২০১৬, শুক্রবার,
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউপি নির্বাচনের বেসরকারী ফলাফল বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘোষণা করা হয়েছে। নির্বাচন অফিসের প্রাপ্ত প্রাথমিক ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৫ জন, আ’লীগের বিদ্রোহী ৪ জন ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একজন বিজয়ী হয়েছেন।
উপজেলা নির্বাচনী অফিসার একেএম মুসা জানান, বেসরকারী ফলাফলে যাঁরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং মইলাকান্দা ইউনিয়নে রিয়াদুজ্জামান রিয়াদ (বিএনপি) প্রাপ্ত ভোট ৯হাজার ৪২৫ নিকটতম প্রতিদ্বন্দ্বী সুশান্ত কুমার রায় (আ’লীগ) প্রাপ্ত ভোট ৫ হাজার ২৮৬, ২নং গৌরীপুর ইউনিয়নে মো. আনোয়ার হোসেন ( বিদ্রোহী আ’লীগ) প্রাপ্ত ভোট ৫ হাজার ৫৯ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হযরত আলী (আ’লীগ) ৫ হাজার ২১ ভোট, ৩নং অচিন্তপুর ইউনিয়নে মোঃ শহিদুল ইসলাম (আ’লীগ) প্রাপ্ত ভোট ৬ হাজার ৬০৫ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জায়েদুর রহমান (বিএনপি) প্রাপ্ত ভোট ৫ হাজার ৮২২ ভোট, ৪নং মাওহা ইউনিয়নে মোঃ রমিজ উদ্দিন স্বপন (বিদ্রোহী আ’লীগ) প্রাপ্ত ভোট ৪ হাজার ৪১২ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আল ফার্বক (বিদ্রোহী আ’লীগ) প্রাপ্ত ভোট ৩ হাজার ৫৯০ ভোট, ৫নং সহনাটী ইউনিয়নে মোঃ আব্দুল মান্নান (আ’লীগ) প্রাপ্ত ভোট ৬ হাজার ১০৪ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামছুজ্জামান (জাপা) প্রাপ্ত ভোট ৪ হাজার ২৭৪, ৬নং বোকাইনগর ইউনিয়নে মো. হাবিব উলৱ্লাহ (আ’লীগ) প্রাপ্ত ভোট ৯ হাজার ৬৮৫ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুল ইসলাম খান শহীত (বিএনপি) প্রাপ্ত ভোট ৬ হাজার ৫৯৫, ৭নং রামগোপালপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমিন জনি (বিদ্রোহী আ’লীগ) প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৩০ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল মান্নান সরকার (বিএনপি) প্রাপ্ত ভোট ৪ হাজার ৩২৯, ৮নং ডৌহাখলা ইউনিয়নে মো. শহিদুল হক সরকার (আ’লীগ) প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৭২ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবুল হাশিম আব্দুস সাত্তার মন্ডল (বিএনপি) প্রাপ্ত ভোট ৪ হাজার ৭০৬, ৯নং ভাংনামারী ইউনিয়নে অধ্যাপক মফিজুন নুর খোকা (বিদ্রোহী আ’লী) প্রাপ্ত ভোট ৪ হাজার ৭১৫ নিকটত প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুল হক (স্বতন্ত্র) প্রাপ্ত ভোট ৩ হাজার ৫৭৫, ১০নং সিধলা ইউনিয়নে মোঃ জয়নাল আবেদিন (আ’লীগ) প্রাপ্ত ভোট ৭ হাজার ৩৯৩ নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শামছুদ্দিন (বিদ্রোহী বিএনপি) প্রাপ্ত ভোট ৪ হাজার ৮শ।