তারাকান্দায় চেয়ারম্যান পদে ১০টি ইউনিয়ন আ’লীগ ৫টিতে আ’লীগ বিদ্রোহী ৩ টিতে ও স্বতস্ত্র ১টিতে এগিয়ে
স্টাফ রিপোর্টার, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
তারাকান্দা উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ ৫টিতে আ’লীগ বিদ্্েরাহী ৩ টিতে ও স্বতস্ত্র ১টিতে এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট সুত্র জানা গেছে, তারাকান্দা ইউনিয়নে স্বতন্ত প্রার্থী আবদুল জব্বার (আনারস), বানিহালা ইউনিয়নে আবুল হাসনাত (নৌকা), কাকনী ইউনিয়নে মশিউর রহমান রিপন (নৌকা), রামপুর ইউনিয়নে মদন চন্দ্র সিংহ (নৌকা), কামারগাঁও ইউনিয়নে রফিকুল ইসলাম (নৌকা), বিসকা ইউনিয়নে আবদুস সালাম মন্ডল (নৌকা), গালাগাঁও ইউনিয়নে জিয়াউল হক (চশমা), বালিখা ইউনিয়নে রেজাউল করিম (চশমা), ঢাকুয়া ইউনিয়নে মেসবাহ উদ্দিন মন্ডল, (ঘোড়া) এগিয়ে রয়েছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত কামারিয়া ইউনিয়নে সব কেন্দ্রর ফলাফল কন্ট্রোল র্বমে পৌছায় নি। ##