নেত্রকোনায় ১৫ ইউনিয়নে ১০টিতে আ’লীগ, বিএনপি ৩ ও বিদ্রোহী ২
নেত্রকোনা প্রতিনিধি ঃ ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদে আজ বৃহস্পতিবার শানি-পূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী, তিনটিতে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী এবং ২টিতে বিদ্রোহী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আবদুস ছাত্তার, শুনই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত সানোয়ার উদ্দিন ছানু, লুনেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুল ইসলাম শিরিন, বানিয়াজান ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত ফেরদৌস রানা আনজু, তেলিগাতীত ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর হাসান, দুওজ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আবদুস সেলিম ওরফে মনি ও সুখারী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত কফিল উদ্দিন ওরফে খোকন। জেলার মদনের কাইটাইল ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত সাফায়েত উল্লাহ ওরফে রয়েল, চানগাঁওয়ে বিএনপি সমর্থিত নূরুল আলম তালুকদার ওরফে এন আলম, মদন ইউনিয়নে বিএনপির বিদ্রোহী বদরুজ্জামান মানিক, গোবিন্দশ্রী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত একেএম নূরুল ইসলাম, মাঘান ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত জিএম সামছুল আলম চৌধুরী, তিয়ম্রী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী ফখরুদ্দিন, নায়েকপুরে বিএনপি সমর্থিত আতিকুর রহমান নোমান ও ফতেহপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত রফিকুল ইসলাম চৌধুরী।