হোসেনপুরে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার,
হোসেনপুর উপজেলার সুরাটি গ্রামের বড়বাড়ীর মজলু মিয়ার বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০টার দিকে গোয়াল ঘরের ধোঁয়া থেকে আগুন লেগে পুরোবসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে নগদ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ১০ লৰ টাকার ৰয়ৰতি হয়েছে বলে বাড়ীর মালিক দাবী করেন।