তারাকান্দা ও গৌরীপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ
ফাহিম মোঃ শাকিল: সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দিয়ে শুরু আর চোখে পড়ার মত ভোটার সংখ্যা ছিল । বিকেল ৪টায় শেষ হল তারাকান্দা ও গৌরীপুরে ইউপি নির্বাচন।
ময়মনসিংহের গৌরীপুরে ১০টি ও তারাকান্দারয় ১০টি ইউনিয়ন পরিষদের ১৯০ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন হয়েছিল। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টায় শেষ হয়েছে।
ঘুরে দেখা গেছে, প্রতিটি ভোটকেন্দ্রেই উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চলছে ভোট গ্রহণ। তরুণ থেকে শুরু করে বয়স্করা উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন।
সকাল থেকেই ময়মনসিংহ রেঞ্চের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মইনুল হকসহ অনেকেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী সাংবাদিকদের বলেন, বিভিন্ন কেন্দ্র তারা পরিদর্শন করেছেন। কোথাও কোন অসুবিধা নেই। সব কেন্দ্রেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।