গৌরীপুর ও তারাকান্দার ২০ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে
মতিউল আলম নির্বাচনী এলাকা থেকে, ময়মনসিংহ জেলার গৌরীপুর ও তারাকান্দা ২টি উপজেলার ২০ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। তারাকান্দা ও গৌরীপুরে বেশ ক‘টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ৮টা থেকে লাইন ধরে ভোটাররা ভোট দিচ্ছেন। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রতিটি কেন্দ্রে সকাল ৮টার আগেই মহিলাদের দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নির্বাচন সুষ্ঠ করতে ২টি উপজেলায় ১ হাজার ২‘শ আইন শৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। ২জন বিচারিক ম্যাজিষ্ট্রেট ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাচন তদারকি করছেন। এছাড়াও ৪০ টি মোবাইল টিম কাজ করছে। এদিকে ময়মনসিংহ বিভাগের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ও জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুল হক গৌরীপুরের বিভিন্ন ভোট কেন্দ্র পরির্দশন করেছেন। এরিপোট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।